বিচারপতি মানিকের গাড়িতে হামলার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২, ০৯:৩৭
রাজধানীর পল্টনে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এই সময়ে তাকে বহনকারী গাড়িতেও ভাঙচুর করা হয়।
আজ বুধবার বিকেলে গাড়িতে পল্টন থেকে কারওয়ান বাজারে যাওয়ার পথে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে শামসুদ্দিন মানিকের দেহরক্ষী মো. রফিক বলেন, ‘আমরা পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে কারওয়ান বাজারের উদ্দেশ্যে আসার পথে কয়েকজন যুবক আমাদের গাড়িতে হামলা করে। এই সময়ে স্যারের শরীরে কিলঘুষি লাগে। এতে স্যারের মুখ থেকে রক্ত বের হয়েছে। বর্তমানে স্যার সুস্থ আছেন।’
রফিক আরও জানান, ‘এ সময় গাড়িতেও ভাঙচুর করা হয়েছে। গাড়ির সামনে গ্লাস ও লুকিং গ্লাস ভাঙচুর করা হয়েছে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করা হবে।’
জানা গেছে, এই সময়ে পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলর (বিএনপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিক্ষোভ সমাবেশ চলছিল।
বিষয়: বিচারপতি মানিক গাড়িতে হামলা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।