উত্তরায় বস্তিতে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৬:৫৩
রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরের বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এছাড়া আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
শনিবার (১৯ নভেম্বর) বিকেল ৪টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, উত্তরা ৮ নম্বর সেক্টর বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। এছাড়া আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানা যায়নি।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: রাজধানী উত্তরা অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।