কাউন্সিলর কার্যালয় থেকেই জন্ম নিবন্ধন দেবে ডিএনসিসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ২৩:৪৯
নগরবাসীর ভোগান্তি কমাতে কাউন্সিলর কার্যালয় থেকেই জন্ম নিবন্ধন সনদ দেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
এ বিষয়ে চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) ডিএনসিসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ১৮তম করপোরেশন সভায় এ তথ্য জানান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।
বিষয়টি অনুমোদন পেলে কাউকেই আর জন্ম নিবন্ধন সনদের জন্য কষ্ট করে আঞ্চলিক কার্যালয়গুলোতে যেতে হবে না।
স্থানীয় কাউন্সিলর এই প্রক্রিয়ায় রেজিস্ট্রার হিসাবে কাজ করবেন ও জন্ম নিবন্ধনের ক্ষেত্রে, কাউন্সিলরের অফিস সচিব সহকারী নিবন্ধকের ভূমিকা পালন করবেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।