প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা হতে ৫ হাজার টাকা করার দাবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২, ০৩:৪৩

প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা হতে ৫ হাজার টাকা করার দাবি

শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরি প্রত্যাশী সৃষ্টি প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

শনিবার (৩ ডিসেম্বর) জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে দৃষ্টি প্রতিবন্ধী তথা প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ ব্যবস্থায় কর্মসংস্থানের নিশ্চিতকরণ, জাতীয় অভিন্ন শ্রুতি লেখক নীতিমালা প্রণয়ন, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ৮৫০ টাকা হতে উন্নীত করে ন্যূনতম ৫০০০ টাকাসহ প্রতিবন্ধী ব্যক্তিদের সব সমস্যা নিরসনের দাবি জানানো হয়।

মানববন্ধনে পরিষদের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল, মাহবুব মোর্শেদ, আলিফ হোসেন, গোলাম কিবরিয়া নারী সদস্য জান্নাত আক্তার, মিতু আক্তার, গোলাম বাদল, রাহাত খান, সাদিয়া আফরিন তৃশা বক্তব্য রাখেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top