• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


শীতজনিত রোগী বাড়ছে হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২২, ০১:৫২

শীতজনিত রোগী বাড়ছে হাসপাতালে

শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগব্যাধি। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক ব্যক্তি, নবজাতক ও শিশুরা। প্রতিদিন দেশের হাসপাতালগুলোতে রোগীর ভিড় হচ্ছে। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

সরকারি হাসপাতালগুলোতে গত আড়াই মাসে ৩ লাখের বেশি মানুষ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের সেবা নিয়েছেন। এ হিসাবে গড়ে দিনে ৪ হাজার ১৭৪ রোগী সেবা নিয়েছেন। এ সময়ে ভর্তি রোগীদের মধ্যে ১ হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।

সংস্থাটির ভাষ্য, এরই মধ্যে গত কয়েক বছরের তুলনায় এবার শীত মৌসুমে কয়েক গুণ বেশি রোগী ভর্তি হয়েছেন। মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে এবার রোগীদের বেশিদিন ভুগতে হচ্ছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা শীতের সময় নবজাতক, শিশু ও পরিবারের প্রবীণদের প্রতি বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে অক্টোবর থেকে গতকাল রোববার পর্যন্ত সরকারি হাসপাতালে ভর্তি হয়ে সেবা নিয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৫০ জন। এর মধ্যে চলতি মাসের ১৮ দিনে ভর্তি হয়েছেন দেড় লাখের বেশি। অঞ্চল হিসেবে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে, ২ লাখ ৩০ হাজার ১৫৮ জন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী সিলেট বিভাগে, ১৫ হাজার ১২৫ জন। শীতজনিত রোগে সবচেয়ে কম আক্রান্ত বরিশাল বিভাগে, ৮ হাজার ১৯৮ জন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top