রাজধানীর গ্যাস
সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২১, ০২:০১
রাজধানীর কয়েকটি এলাকায় সোমবার দুই ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
রোববার (৩ জানুয়ারি) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের রুট অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান ইউটিলিটি প্রতিস্থাপন ও অপসারণ প্রকল্পের কারণে সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দুই ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
মহাখালী বাস টার্মিনাল থেকে মগবাজার রেল ক্রসিং (নাখালপাড়া রেল ক্রসিংয়ের উভয় পাশে জোড়পোড় পর্যন্ত এবং বিজয় সরণী ব্রিজের উত্তর পাশে পর্যন্ত) গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের টাই-ইনের জন্য দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই ঘণ্টা নাখালপাড়া এলাকার গ্যাস বন্ধ থাকবে।
নাখালপাড়া রেল ক্রসিং সংলগ্ন পশ্চিম নাখালপাড়া ও তৎসংলগ্ন এলাকায় সব শ্রেণির (শিল্প, ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণি) গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে তিতাস।
গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এনএফ৭১/এনএম/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।