রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬২
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৩, ১০:৩০
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ গতকাল রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০০২ গ্রাম ১৩৭ পুরিয়া হেরোইন, ৯৫ বোতল ফেন্সিডিল, ৪২ কেজি ৯৮২ গ্রাম গাঁজা, ২২০০০ মিলি দেশীমদ ও ৪৬৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: রাজধানী মাদকবিরোধী অভিযান গ্রেপ্তার ডিএমপি গোয়েন্দা বিভাগ newsflash71 newsflash Latest News Update News
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।