৪ ঘন্টার চেষ্টায় গুলশানে ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ১৪:১০

৪ ঘন্টার চেষ্টায় গুলশানে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রবিবার রাত ১১টায় রাজধানীর গুলশান-২ নম্বরে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী।

তিনি জানান, আবাসিক ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারী টিম এখন ভেতরে ঢুকেছে। তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পেয়েছি।

ফায়ার সার্ভিসের ডিজি বলেন, আমাদের ফায়ার ফাইটাররা ভবনের ভেতরে প্রবেশ করেছেন। তারা এখন উদ্ধারকাজ করছেন। তারা ভবনের প্রতিটি তলায় পরীক্ষা করছেন। কেউ আটকে আছে কি না সেগুলো দেখা হচ্ছে। আটকে থাকলে তাদের উদ্ধার করা হবে।

তিনি আরও বলেন, আমরা ২৩ জনকে জীবিত উদ্ধার করেছি। এর মধ্যে একজন নবজাতক রয়েছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top