গুলশানের ভবনটিতে ফায়ার সেফটি ও লাইসেন্স ছিল না: তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২৩, ০৮:২৭

গুলশানের ভবনটিতে ফায়ার সেফটি ও লাইসেন্স ছিল না: তদন্ত কমিটি

অগ্নিকাণ্ডের শিকার গুলশানে ১০৪ নং সড়কের ২/এ ভবনটির ফায়ার সেফটি ও লাইসেন্স ছিল না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) ও তদন্ত কমিটির প্রধান লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ৫২

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, আগুন বিভিন্নভাবেই লাগতে পারে। এখানে গ্যাসের লাইন, বিদ্যুতের লাইন, আবার একই সঙ্গে বিভিন্ন দাহ্য পদার্থও আছে। সুতরাং কোনটা থেকে অগ্নিকাণ্ড ঘটেছে তা এ মুহূর্তেই বলা যাচ্ছে না।

তিনি বলেন, তদন্তের বিষয়ে এখনো বলা যাচ্ছে না। কারণ তদন্ত চলাকালে নতুন নতুন বিষয়ও আসতে পারে। পুরো তদন্ত শেষে ডিজি মহোদয় বিস্তারিত জানাবেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top