রাজধানীতে মাদকবিরোধী অভিযোগে গ্রেফতার ৪২
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৪৭
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১ হাজার ৩০১ পিস ইয়াবা, ২৪৯ বোতল ফেনসিডিল, ৫ গ্রাম ২৫৪ পুরিয়া হেরোইন ও ৩ কেজি ৮৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া শাখা থেকে জানানো হয় এই তথ্য।
আরও পড়ুন: হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১১ বছর পর গ্রেফতার
ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে আজ (বৃহস্পতিবার) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৪২ জনকে গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৯টি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।