• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সবজিতে স্বস্তি, অপরিবর্তিত চাল-তেল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২১, ১৯:০৮

ফাইল ছবি

বাজারে সবজি আর মাছের দাম কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে চাল ও তেলের দাম। শুক্রবার (৮ জানুয়ারি) রাজধানীর বেশ কিছু বাজার ঘুরে এমনটাই দেখা গেছে।

বাজারে আলু, শালগম, মুলা, শিম, ফুলকপি ও পাতাকপি পাওয়া যাচ্ছে ২০-৩০ টাকার মধ্যে। তাছাড়া বেশিভাগ সবজি ৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে।

এদিকে শীত মৌসুমে নদী-নালা শুকিয়ে যাওয়ায় বাজারে আমদানি বেড়েছে দেশি মাছের। তাই দামও রয়েছে নাগালের মধ্যে। পাশাপাশি কমেছে চাষের মাছের দামও। দেশি শিং, কৈ, গোচি মাছের দাম ৪০০-৫০০ টাকার মধ্যে। অন্যদিকে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকা কেজি।

এদিকে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঘাটতি মেটাতে চালের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অপরদিকে কৃষকদের ন্যায্য নিশ্চিত করতে পেঁয়াজের শুল্ক বাড়ানো হয়েছে। তবে শুক্রবারের বাজারে তার কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

বাজারে এখনো প্রতি কেজি সুরু চাল ৬০-৬৫ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। মাঝারি মানের চালের দাম ৫৬-৫৮ টাকা। মোটা চালের দাম ৪৬-৫০ টাকা কেজি।

একইভাবে পেঁয়াজের দামেও নেই তেমন কোনো পরিবর্তন। প্রতি কেজি দেশি পেঁয়াজ মানভেদে ৩০-৪০ টাকায় পাইকারি বিক্রি হচ্ছে। তবে ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজের দাম আরো কম।

বাজারে বর্ধিত দামে অপরিবর্তিত রয়েছে সয়াবিন তেল। গত এক মাসে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৬ টাকা বেড়েছে। প্রতি লিটার তেল ১১০-১১২ টাকা। তবে খুচরা ভোজ্যতেলের দাম পাইকারিতে কিছুটা কমেছে।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top