মিরপুরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২১, ২৩:৫৩

মিরপুরে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

রাজধানীর মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন নিউজফ্ল্যাশ৭১ কে বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টায় ডিএনসিসির নেতৃত্বাধীন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু হলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়। স্থানীয় বাসিন্দারা অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

তিনি আরও বলেন, এতে অভিযান সামরিক সময়ের জন্য বন্ধ রাখে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে মেয়র আতিকুল ইসলাম এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top