রাজধানীর পোশাক কারখানায় আগুনে কোটি টাকার ক্ষতি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২১, ২১:৩৮
রাজধানীর কমলাপুরে ওলিও অ্যাপারেলস লিমিটেডের কারখানায় আগুনে কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে মালিক পক্ষ।
রোববার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার প্রধান প্রোডাকশন অফিসার হামিদুল হাসান কাজল বলেন, ‘কারখানার ৬ষ্ঠ তালায় আগুন লাগে। ওখানে আমাদের তৈরি করা মালামাল রাখা হতো। আগুনে তৈরি করা ৪৫ হাজার পিস জেন্টস প্যান্ট ও অর্ধ শতাধিক মেশিন পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকা ক্ষতি হয়েছে।’
খিলগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, ‘আমরা ৭টা ৪০ মিনিটে ফোনে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে খিলগাঁও ফায়ার স্টেশনের ৩ টি ইউনিট ও ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে চলে আসে। সকাল ৯টার দিকে সম্পূর্ণভাবে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোন হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা খতিয়ে দেখছি।’
এনএফ৭১/জেএস/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।