চার দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০২১, ০০:৪৬

পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

সেশনজট নিরসনসহ চার দফার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো হচ্ছে স্থগিত হওয়া ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বে তাত্ত্বিক অংশগুলোকে অটোপাস দিয়ে ব্যবহারিকগুলোকে পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত করা এবং একইসঙ্গে ১ম থেকে সপ্তম পর্বের সিলেবাস কমিয়ে অনলাইনে ক্লাস করানোর মাধ্যমে দ্রুত পরীক্ষা নেওয়া। অতিরিক্ত ফি প্রত্যাহার ও প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর সেমিস্টার ফি ৫০ শতাংশ মওকুফ করা এবং সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।

মানববন্ধনে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, আগামী মাসের ১ তারিখের মধ্যে আমাদের সব দাবি-দাওয়া না মেনে নিলে আমরা কঠোর আন্দোলন ও অবরোধের মতো কর্মসূচি দেবো।

এ সময় মানববন্ধন নাওরাহীর আলম, জান্নাতুল ফেরদৌস, নেসার উদ্দিন, তানজিল চৌধুরীসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top