মেট্রো রেলকর্মীদের কর্মবিরতি প্রত্যাহার
Nasir Uddin | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ১০:৩২

কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন মেট্রো রেলের কর্মীরা। এমআরটি পুলিশের হাতে মেট্রোরেলের ৪ কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে সোমবার (১৭ মার্চ) সকাল থেকেই থেকে কর্মবিরতি পালন করে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তা-কর্মচারীরা। এসময় জনসাধারণের ভোগান্তি বিবেচনায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকে। কোনো টিকিট ছাড়াই গন্তব্যে যায় যাত্রীরা। পরে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সকাল সাড়ে ৯টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এতে করে একক যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক বলেন, মারধরে যারা জড়িত তাদের শাস্তির আওতায় আনা হবে। বিষয়টি নিয়ে মিনিস্ট্রি একটি কমিটি করেছে।
এর আগে সকালে মেট্রোরেলের স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনে মেট্রোরেল চলাচল অনেকটাই স্বাভাবিক। স্টেশনে কোনো কর্মীকে দেখা যায়নি। পেইড জোনেও আগের মতো নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করা যায়নি। তবে প্রতিদিনের মতো মেট্রোরেলে নেই যাত্রীদের চাপ।
মেট্রোরেলে ভ্রমণকারী যাত্রীরা জানান, স্টেশনের রানিং কর্মীদের কর্মবিরতিতে কার্ড পাঞ্চ ছাড়া-ই (ভাড়া ব্যতীত) সকাল থেকে তারা চলাচল করছেন। এতে রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।