ছাড়া পেলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

Rakib Hasan | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী ২০২১, ১৭:২৫

ছাড়া পেলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলনে আটক হওয়া ২০ শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আটক করা হয় ২০ জন শিক্ষার্থীকে। পরে বিকেলে ছেড়ে দেয় শাহবাগ থানা-পুলিশ

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ।

তিনি গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ওই শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু ক্ষতিকর বা আপত্তিকর কিছু না পাওয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। এদিন দুপুরেও কয়েকজনকে ছেড়ে দেয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১০টার পর বেশ কিছু শিক্ষার্থী শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভের সময় সকাল সাড়ে ১০টা ও দুপুরে শাহবাগ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা শাহবাগ থানার ফটকের পাশে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় আরো বেশ কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়। পরে বেলা ২টার দিকে আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top