ঢাবিতে ছাত্র ফেডারেশনের বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ২০:৩৬
কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টিএসসির সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মিছিলটি টিএসসির সামনে থেকে শুরু হয়ে শাহবাগ ঘুরে আবার টিএসসির দিকে চলে যায়। এসময় শাহবাগ থানার সামনে পুলিশের সতর্ক অবস্থান দেখা যায়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ব্যানারে আয়োজিত এই মিছিলে কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল থেকে আন্দোলনকারীরা কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান। একইসঙ্গে কার্টুনিস্ট কিশোরের মুক্তির দাবি করেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী লেখক মুশতাক আহমেদের।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: লেখক মুশতাক আহমেদ বিক্ষোভ মিছিল সমাবেশ মিছিল টিএসসি শাহবাগ থানা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ডিজিটাল নিরাপত্তা আইন কারাবন্দি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।