উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল যুক্ত হচ্ছে আজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২১, ২৩:১৯
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আরো একটি গার্ডার বসানোর মধ্যে দিয়ে যুক্ত হচ্ছে আজ।
আগামী ১৬ ডিসেম্বর প্রথম সেকশন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্রমতে, আগামী ২৩ এপ্রিলে জাপান থেকে মেট্রো ট্রেনের সেটের প্রথম শিপমেন্ট রওয়ানা দেবে। ২৩ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছবে।
ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এম এ এন সিদ্দিক বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। করোনা সংকট না থাকলে কাজের অগ্রগতি আরো বাড়তো।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: উত্তরা আগারগাঁও মেট্রোরেল যুক্ত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।