পুলিশের বাধায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২ মার্চ ২০২১, ০০:২২
প্রগতিশীল ছাত্র জোটের ডাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, গ্রেফতারকৃত আট নেতাকর্মীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে বামপন্থী ছাত্র সংগঠনগুলো সোমবার (১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচীর ডাক দেয়।
এদিন দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে তারা মিছিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে আসতে থাকে।
তবে সচিবালয়ের ৩ নম্বর গেটের সামনে তারা এসে পৌঁছালে পুলিশ বাধা দেয়।
এ সময় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশি বাধার মুখে কর্মীরা সেখানেই সমাবেশ শুরু করে। পরে ওই এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।
দুপুর ১টা ১৫ মিনিটে সমাবেশ শেষ হলে যান চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করে।
এ বিষয়ে রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, 'তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচী থাকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। তবে কোনো ব্যারিকেড ছিল না।'
এনএফ৭১/কেবিএ/২০২১
বিষয়: পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল গ্রেফতারকৃত নেতাকর্মীর মুক্তি মিথ্যা মামলা প্রত্যাহার বামপন্থী ছাত্র সংগঠন প্রগতিশীল ছাত্র জোট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।