রাজধানীর উত্তরায়
খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ২১:২২
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের সুইচ গেট এলাকায় মঙ্গলবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
গত ৮ মার্চ থেকে কিউলেক্স মশা নিধনে অঞ্চলভিত্তিক ক্রাশ প্রোগ্রাম অভিযান পরিচালনা করছে ডিএনসিসি। মঙ্গলবার ৮ম দিনের মতো উত্তরা এলাকায় অভিযান চালায় সংস্থাটি।
সকাল সাড়ে ৮ টায় এই অভিযান পরিদর্শনে যান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি ওই খালের সীমানার ভেতর অবৈধ স্থাপনা দেখে উচ্ছেদের নির্দেশ দেন। মেয়রের নির্দেশে তাৎক্ষণিক অভিযান শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান চলছে।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: ডিএনসিসি অবৈধ স্থাপনা উচ্ছেদ মেয়র আতিকুল ইসলাম উত্তরা-১১ নম্বর সেক্টর সুইচ গেট এলাকা কিউলেক্স মশা নিধন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।