উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ‘রাজনীতির মহাকবি’ শীর্ষক প্রদর্শনী উদ্বোধন

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ২৩:২০

উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ‘রাজনীতির মহাকবি’ শীর্ষক প্রদর্শনী উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার বেলা ১২টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে ‘রাজনীতির মহাকবি’ শীর্ষক বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে এক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানের সভাপতি মেয়র আতিকুল ইসলাম বলেন, উত্তরা সাত নম্বর সেক্টরে আমরা একটি মুজিব মঞ্চ করতে যাচ্ছি। এটির কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, আমরা কয়দিন আগে খিদির খালে গিয়েছিলাম, দেখি ডানদিকে খিদির খাল বামদিকে খিদির খাল মাঝখানে আর খালটি নেই। এটি দখল করে বহুতলা বিল্ডিংয়ের জন্য কাজ শুরু করেছে। আমরা বুলডোজার দিয়ে তা ভেঙে দেই।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আতিকুল ইসলাম বলেন, “রাজনীতির মহাকবি অনেক অনেক বার্তা দিয়ে গেছেন। তিনি বলেছেন স্বাধীনতা লাভ করা যেমন কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও কঠিন। আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, দেশের মানুষের অধিকার চাই। তাইতো আজ বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান”।

এনএফ৭১/ফামি/২০২১ 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top