রাজধানীতে রাইড শেয়ারকারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ এপ্রিল ২০২১, ২০:৫৫

রাজধানীতে রাইড শেয়ারকারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

রাইড শেয়ারিং বন্ধ ঘোষণার প্রতিবাদে সড়ক বন্ধ করে বিক্ষোভ করছে মোটরসাইকেলে রাইড শেয়ারকারীরা। রাজধানীর কারওয়ানবাজার মোড় থেকে বিক্ষোভকারীরা এখন শাহবাগ মোড় অবরোধ করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (০১ এপ্রিল) সকালে রাইড শেয়ারকারীরা রাজধানীর কারওয়ানবাজারে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকারীদের দাবি, রাইড শেয়ারিং সেবা বন্ধ করা সরকারের অযৌক্তিক সিদ্ধান্ত। রাইড শেয়ার সেবায় যুক্ত বেশির ভাগ রাইডারই এ সিদ্ধান্তের কারণে বেকার হয়ে গেছেন। কারণ বর্তমানে রাইড শেয়ার করাটাই তাদের পেশা।

অ্যাপের মাধ্যমে রাইড শেয়ার সেবায় যুক্তদের পাশাপাশি এ বিক্ষোভে যুক্ত হয়েছেন ক্ষ্যাপের বাইকাররাও।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top