পরিবহন সঙ্কটে যাত্রী দুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১, ২২:৪৩
সরকারি বিধি-নিষেধের দুইদিন পরই বুধবার (০৭ এপ্রিল) ভোর থেকে দেশের সব সিটি করপোরেশন এলাকায় চলতে শুরু করেছে গণপরিবহন। স্বাস্থ্যবিধি মেনেই গণপরিবহন চলছে বলে দাবি করেছেন পরিবহন শ্রমিকরা। তবে পরিবহনের স্বল্পতা থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।
রাজধানীর অন্যান্য রুটের মত ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে গাবতলী, মোহাম্মদপুর, সায়েন্স ল্যাবরেটরি ও আবদুল্লাহপুর রুটে চলতে শুরু করেছে স্বাধীন, রমজান, অছিম, রাজধানী এবং আসমানি পরিবহনের বাস। এসব বাসে স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী বহন করা হচ্ছে। তবে এই রুটে যাত্রীর তুলনায় গাড়ির সংখ্যা কম হওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।
রামপুরা, বনশ্রী, স্বপ্ন, আইডিয়াল স্কুল, রামপুরা ব্রিজের সামনেও দেখা গেছে একই চিত্র। সেখানেও যাত্রীরা বাসে উঠতে পারছিলেন না।
তবে এসব রুটের যাত্রীরা বেশ স্বাস্থ্য সচেতন ছিলেন। তারা অধিকাংশরাই মুখে মাস্ক ব্যবহার করেছেন। বাসের হেলপারাও দুই সিটের বিপরীতে একজন যাত্রী তুলেছেন। কোথাও অতিরিক্ত যাত্রী বহনের দৃশ্য দেখা যায়নি।
এনএফ/আরএইচ/২০২১
বিষয়: পরিবহন সঙ্কট যাত্রী দুর্ভোগ চরমে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।