ক্যামিক্যাল গোডাউনের আগুন, নিহত বেড়ে ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২১, ১৮:২৭

ক্যামিক্যাল গোডাউনের আগুন, নিহত বেড়ে ২

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২ জন হয়েছে। এতে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৩ কর্মীসহ অন্তত ১৮ জন।

আহতরা শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে হাজী মুসা ম্যানশন নামের ওই ভবনটির নিচতলায় ভয়াবহ আগুন লাগে। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সদরঘাট ফায়ার স্টেশন ডিউটি ম্যান মো. কাইয়ুম।

তিনি বলেন, ১৯ ঘণ্টা চেষ্টার পর শুক্রবার সকাল (২৩ এপ্রিল) সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, ভবনটি থেকে এক নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top