লকডাউন প্রত্যাহারের আগে ঢাকায় কেউ ফিরবেন না
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ মে ২০২১, ১৮:৪৬
পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদের সরকারঘোষিত লকডাউন প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশগ্রহণ পরবর্তী গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এই অনুরোধ জানান তিনি।
মেয়র তাপস বলেন, নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মা’র কাছে, পরিবারের কাছে ঈদ করতে গিয়েছেন, যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদেরকে ঢাকায় ফেরার অনুরোধ করছি।
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পরে আজ আমরা ঈদ-উল-ফিতর উদযাপন করছি। আমি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ ঢাকাবাসী ও দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।
তাপস আরো বলেন, আমরা করোনা মহামারির মাঝে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
এ সময় অন্যান্যের মধ্যে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামান, মেয়রের কনিষ্ঠ পুত্র শেখ ফজলে নাশওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।