টিকা না পেয়ে বিদেশগামীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ জুলাই ২০২১, ২০:৪৯
করোনাভাইরাস প্রতিরোধের টিকা না পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বিক্ষোভ করেছেন বিদেশগামীরা।
বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে হাসপাতালে টিকা নিতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
প্রবাসীদের অনেকে অভিযোগ করেছেন, টিকা পেতে নিবন্ধন করেলেও তাদের কাছে কোনো এসএমএস আসেনি। এ কারণে টিকা নিতে পারছেন না।
বৃহস্পতিবার বেলা ১১টায় প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমেদের কুর্মিটোলা হাসপাতালে বিদেশ গমনেচ্ছু কর্মীদের টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের সময় নির্ধারণ করা ছিল। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশজুড়ে চলা এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের মধ্যে সকাল থেকে শুরু হয় গণটিকাদান।
রাজধানীর ৭ কেন্দ্রে প্রবাসীদের দেয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফাইজারের টিকা। কিন্তু টিকা না পেয়ে সকালে কুর্মিটোলা হাসপাতালে বিক্ষোভ করেন বিদেশগামীরা।
করোনার কারণে দেশে এসে আটকেপড়া প্রবাসীদের অভিযোগ, বিএমইটি স্মার্টকার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকা পাচ্ছেন না তারা। অন্যদিকে একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীদের টিকার অনুমতি দেয়ায় বিক্ষোভ করেন তারা।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।