বুড়িমারীতে জুয়েল হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১৫:৪১

লালমনিরহাট থেকে:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী কেন্দ্রীয় মসজিদে কোরআন শরিফ অবমাননার অভিয়োগে শহিদুন্নবী জুয়েলকে পুড়িয়ে হত্যা করা মামলার প্রধান আসামী আবুল হোসেন (৪৫)কে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

শনিবার (৭নভেম্বর) ভোরে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার ওয়ালিদ হোসেন এ বিষয়ে নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা পুলিশের মিরপুর শাখার একটি  টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আবুল  হোসেন কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েকদিন অবস্থান করবেন। এ সময় গোয়েন্দা পুলিশের টিম শনিবার ভোরে আবুল হোসেন বাস থেকে কুড়িল বিশ্ব রোড় এলাকায় নামার পর গ্রেপ্তার করে। পরে তাকে লালমনিরহাট জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন পরিষদের ভেতরে জুয়েলকে হত্যার পর তার লাশ পুড়িয়ে দেয়। এ ঘটনায় তিন মামলায় ১১৪ জন আসামি ও অজ্ঞাত আসামির মধ্যে এখন পর্যন্ত চার দফায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএফ৭১/এবিআর/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top