প্রধানমন্ত্রী ও আইজিপি’র উপহারের গরু পেলেন তেলের ঘানি টানা ছয়ফুল দম্পতি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৩
লালমনিরহাট থেকে:
লালমনিরহাটের কালীগঞ্জর উপজেলা কাকিনা ইউনিয়নের তেলিপাড়া এলাকার ছয়ফুল ইসলাম দম্পতি গরুর অভাবে নিজেরাই গত ছয় বছর ধরে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন করছিলেন। খবরটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসলে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে ছয়ফুল ইসলাম দম্পতির জন্য এক লাখ ৩০ হাজার টাকা দামের একটি ষাঁড় উপহার পাঠান।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষে লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লালমনিরহাট ষাঁড় গরু ছয়ফুল ইসলামের হাতে তুলে দেন। একই সময়ে পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের (আইজিপি) উপহার দেয়া আরেকটি ষাঁড় গরু আইজিপি’র পক্ষে লালমনিরহাট পুলিশ সুপার ছয়ফুল ইসলামের হাতে তুলে দেন।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, ‘গরুর অভাবে ঘানি টেনে সরিষার তেল উৎপাদন করছেন ছয়ফুল ইসলাম ও মোর্শেদা বেগম দম্পতি। জাতীয় দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। ছয়ফুল ইসলাম দম্পতির কষ্ট লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরু উপহার পাঠান। এ সময় তাকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রীর দু’টি বস্তাও ছয়ফুল ইসলাম দম্পতির হাতে তুলে দেয়া হয়।
ছয়ফুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাংবাদিক, পুলিশের মহাপরিদর্শক, বসুন্ধরা গ্রুপসহ যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সবার জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করছি। যেন আল্লাহ তাদের দীর্ঘজীবী করেন এবং ভালো রাখেন। আমি কখনও ভাবতেই পারিনি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার জন্য গরু উপহার পাঠাবেন। এটি যেন স্বপ্নের মতো লাগছে।’
এনএফ৭১/এনএম/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।