প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ, জামাত সকাল ১০টায়

রায়হান রাজীব | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৪, ১৩:০৯

ছবি: সংগৃহীত

দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে।

ঈদুল ফিতরের ১৯৭তম জামাতে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাজানো হয়েছে সব আয়োজন। সকাল ১০টায় শুরু হবে জামাত। এখন চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। মাঠে যেতে মুসল্লিদের জন্য থাকছে বিশেষ দুটি ট্রেন।

এবারও জামাতে ইমামতি করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক, ইসলাহুল মুসিলিমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহে ১ লাখ ২৫ হাজার বা 'সোয়া লাখ' মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া'- যা এখন শোলাকিয়া নামে পরিচিত।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top