ঈদুল আযহা কবে? সৌদি ঘোষণা করলো সম্ভাব্য তারিখ!
রাশেদ রাসেল | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪, ১২:৫৪
এই তো কয়েকদিন আগে উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মী উৎসব ঈদুল ফিতর। এর মধ্যেই সৌদি আরব ঘোষণা করলো সম্ভাব্য ঈদুল আজহা বা কোরবানি ঈদের তারিখ।
নিয়ম অনুযায়ী ঈদুল ফিতরের ঠিক দুই মাস ১০ দিন পর ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালনের নিয়ম। ১০ এপ্রিল সৌদি আরবে ইদুল ফিতর পালিত হয়।
সৌদি আরবের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী এবার (২০২৪ সালে) ১০ জিলহজ বা ঈদুল আজহা হতে পারে জুন মাসের ১৬ তারিখ।
বাংলাদেশে সাধারণত সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাত এসব দেশের পরের দিন ঈদুল আজহা পালন করা হয়। সেই হিসেবে জুন মাসের ১৭ তারিখ বাংলাদেশে কোরবানির ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখ পরিবর্তন হতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।