৪০ দিন জামাতে নামাজ পড়ে আহমাদুল্লাহর কাছ থেকে উপহার পেল ৩৮ কিশোর

শাকিল খান | প্রকাশিত: ২৪ মে ২০২৪, ১২:২৬

ছবি: সংগৃহীত

জামাতে নামাজ পড়ে আহমাদুল্লাহর কাছ থেকে উপহার পেল ৩৮ কিশোর। টানা ৪০ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করায় ৩৮ কিশোরকে সাইকেল উপহার দিয়েছে মসজিদ কমিটি।

কেউ টানা ৬০ দিন, কেউ ৩০ দিন, কেউ ২০ দিন আবার কেউ ১০ দিন তাকবীরে উলার ধাবারাহিকতা ধরে রাখতে পেরেছে। শিশু-কিশোরদের অংশগ্রহণে উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আসসুন্নাহ ফাউন্ডেশনের ট্রাস্টি শায়েখ আহমাদুল্লাহ।

বৃহস্পতিবার (২৩ মে) নিজের অফিসিয়াল পেইজে শায়েখ আহমাদুল্লাহ লেখেন, নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরের চারটি মসজিদের কিশোরদের মধ্যে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে আদায়ের প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবকেরা। ৩৮ কিশোর টানা ৪০ দিন (কয়েকজন ৬০ দিন) তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়ের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাকিদের কেউ ৩০ দিন, কেউ ২০ দিন আবার কেউ ১০ দিন তাকবীরে উলার ধাবারাহিকতা ধরে রাখতে পেরেছে। 

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া এবং তাদের উদ্দেশে নাসীহা পেশ করার সুযোগ হয়েছে আলহামদু লিল্লাহ। 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top