জিম্বাবুয়েতে শেষ বেলায় ব্যাট করেছেন তামিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ জুলাই ২০২১, ১৯:৪৭

জিম্বাবুয়েতে শেষ বেলায় ব্যাট করেছেন তামিম

জিম্বাবুয়ের সিলেক্টে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামলেন টেস্টে অনিশ্চিত তামিম। স্বাগতিকদের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে ব্যাটে-বলে দাপট দেখালো বাংলাদেশ।

দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে সাকিব, সাইফ ও শান্তর অর্ধশতকে ২ উইকেটে ৩১৩ রান তোলে টাইগাররা।

দ্বিতীয় দিন ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। ব্যাট করতে নেমে সাকিব-মিরাজের বোলিং তোপে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ২০২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন মারুমা। তিনটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদী মিরাজ। এরপর আবারো ব্যাট করতে নামে বাংলাদেশ।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) হাঁটুতে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। পুনর্বাসনের কারণে ছিলেন ম্যাচের স্কোয়াডে। যদিও দ্বিতীয় ও শেষ দিনের একেবারে শেষলগ্নে এসে ব্যাট করেছেন তিনি। ৩০ বলে ১৮ রান করেন বাম-হাতি এই ওপেনার। অপর প্রান্তে সাদমান ইসলাম ৪ রান তুললে দিন শেষ করে বাংলাদেশ। স্কোর বোর্ডে ২২ রান যোগ হতেই ম্যাচ শেষ করে দেয়ার ঘোষণা আসে।

ধারণা করা হচ্ছে বুধবার (৭ জুলাই) সফরের একমাত্র টেস্ট ম্যাচে দেখা যেতে পারে অভিজ্ঞ তামিমকে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top