ইংল্যান্ড দলে করোনার হানা, বদলে গেল অধিনায়কও

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ২৩:১৭

 ইংল্যান্ড দলে করোনার হানা, বদলে গেল অধিনায়কও

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত দুটি সিরিজ শেষ করেছে ইংল্যান্ড। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জয়ের পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে বৃষ্টির কারণে ২-০ ব্যবধানে জয় পায়।

আগামী ৮ জুলাই থেকে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে দলকে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করানোর জন্য কোভিড পরীক্ষা করানো হলে দলের ৩ ক্রিকেটার ও ম্যানেজমেন্টের ৪ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ৭ জনের কোভিড শনাক্তের বিষয়টি। ইসিবি জানিয়েছে, কোভিড শনাক্ত ও তাদের সঙ্গে যারা ছিল সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।

ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন জানিয়েছেন, “আমরা কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে বেশ সতর্ক অবস্থানে আছি। সবাই জানি এটির ভয়াবহতা সম্পর্কে। যা জৈব সুরক্ষা বলয়েও ঢুকে পড়ার ক্ষমতা রাখে। গত ১৪ মাস ধরে একের পর এক সিরিজে কোয়ারেন্টিনে থাকতে হয়েছে দলকে। চাইব, সবার সহযোগিতায় কোয়ারেন্টিনের দিনগুলো যেন সহজ হয়।”

এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস। দলে করোনা হানা দেয়ায় পাকিস্তানের বিপক্ষে সমান ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন স্টোকস। নতুন করে সাজানো হচ্ছে দল। টম হ্যারিসন বলেন, “দলে করোনা শনাক্ত হওয়ায় রাতারাতি সাজাতে হচ্ছে নতুন দল। এই দলের নেতৃত্বে থাকবেন বেন স্টোকস।”

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top