৩৫৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করছে জিম্বাবুয়ে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ২২:২৪
বাংলাদেশের বিপক্ষে হারারেতে একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ৪১ ওভার ব্যাটিং করেছে জিম্বাবুয়ে। এই সময়ে ১ উইকেটে হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করেছে ১১৪ রান।
ওপেনার মিল্টন শুম্ভা ৪১ (৮৩) রান করে সাকিব আল হাসানের বলে এলবিডব্লু হয়ে ফেরেন সাজঘরে। দিন শেষে অপরাজিত থাকা তাকুদজয়ানশে কাইতানো ৩৩ ও ব্রেন্ডন টেইলর ব্যাটিং শুরু করেছেন তৃতীয় দিনে।
এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে সংগ্রহ করে সব উইকেট হারিয়ে ৪৬৮ রান। মাহমুদউল্লাহ করেন ১৫০ রান। এছাড়া লিটন দাস ৯৫, তাসকিন আহমেদ ৭৫ ও মুমিনুল হক করেন ৭০ রান।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে ৪ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি। ২টি করে উইকেট নেন ডোনাল্ড তিরিপানো ও ভিক্টোর নায়ুচি। এছাড়া ১ উইকেট করে নেন রিচার্ড নাগারভা ও মিল্টন শুম্ভা।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ৩৫৪ রান ব্যাটিং জিম্বাবুয়ে
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।