আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষার অবসান!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০১:২৩
দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটলো আর্জেন্টিনার। সেই সাথে মেসির ১৬ বছর অপেক্ষারও। ঘরে এলো ট্রফি, আর্জেন্টিনা জিতলো কোপা আমেরিকা।
জাতীয় দলের হয়ে ২০০৫ সালের আগস্টে খেলা শুরু করেছিলেন মেসি। এরপর ক্লাবের হয়ে কত কিছুই না জিতেছেন; কিন্তু দেশের হয়ে বারবার ফিরেছেন শূন্যহাতে। সেই আক্ষেপ ঘুচলো ফুটবলের তীর্থভূমি ব্রাজিলে। রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার ট্রফি জিতলো আর্জেন্টিনা।
সতীর্থরা শূন্যে ভাসিয়ে উৎসব করেছেন লিওনেল মেসিকে। মেসিও জড়িয়ে কেঁদেছেন এই পাওয়ার আনন্দে। কত কিছুই না সাক্ষী হয়ে থাকলো এই মারাকানা! এক ভিডিও দেখা যায়, উন্মাতাল মেসি ট্রফি ধরে নাচছেন। আর তাকে ঘিরে সতীর্থরা। নাচবেনইতো তারা! ২৮ বছর ধরে অপেক্ষায় এর হিল্লোড় যেন খুবই সামান্য।
ইউরোর পাওয়ার ফুটবলের কাছে লাতিন আমেরিকার ফুটবল কেমন যেন চাপা পড়ে গিয়েছিল। যেই না ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হলো; শুরু হলো কথার লড়াই। নানা হিসাব-নিকাশ কত আলোচনা-সমালোচনা আর প্রত্যাশা।
বরাবরের মতো এবারো আলোচনায় ছিল মেসি কী এবার পারবেন? হ্যাঁ তিনি পেরেছেন। দলকে করেছেন চ্যাম্পিয়ন; নিজেও চ্যাম্পিয়ন। এখন আর কেউ বলতে পারবে না মেসি দেশের হয়ে কিছু জেতেন নাই!
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আর্জেন্টিনা ব্রাজিল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।