• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২১, ১৬:৪০

জিম্বাবুয়ের বিপক্ষে শনিবার মাঠে নামছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ২২০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার ওয়ানডে মিশনে নামবে টাইগাররা। আর তিন ম্যাচের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল। হারারে ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচটি শুরু হবে হবে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে।

একটি পূর্ণাঙ্গ খেলতে এখন হারারেতে অবস্থান করছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। টেস্ট ম্যাচের মাধ্যমে জিম্বাবুয়ে সফর শুরু হয়েছে। একমাত্র টেস্ট ম্যাচে স্বাগতিকদের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে এক সেঞ্চুরি এবং দুই হাফ-সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৬৮ রান তুলে সফররত বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২৭৬ রানে থেমেছে স্বাগতিকদের ইনিস। দ্বিতীয় ইনিংসে শান্ত-সাদমানের সেঞ্চুরিতে ১ উইকেটে ২৮৪ রানে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য জিম্বাবুয়ের দরকার পড়ে ৪৭৭ রান। জয়ের উদ্দেশ্যে খেলতে নেমে মাত্র ২৫৬ রানেই থেমেছে টেলরদের ইনিংস।

তবে টেস্ট ম্যাচ জিতলেও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না কোচ রাসেল ডোমিঙ্গো। কেননা দুদলের মধ্যকার প্রথম ১০ ম্যাচের একটিতেও জিততে পারেনি টাইগাররা। তবে সেই ম্যাচগুলো ১৯৯৭ সাল থেকে ২০০১ সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল।

এরপর অবশ্য ক্রমেই বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হয়েছে। জেতা শুরু করে বাংলাদেশ। রোডেশীয়দের বিপক্ষে ২০০৪ সালে প্রথম জয় আসে টাইগারদের। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৬ ম্যাচের একটিতেও হারেননি তামিম-সাকিবরা। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২০১৩ সালে জয় পেয়েছিল জিম্বাবুয়ে।

দুদলের ওয়ানডে পরিসংখ্যানে অনেকটাই এগিয় রয়েছে বাংলাদেশ দল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুদলের মুখোমুখি হয়েছে মোট ৭৬ বার। যেখানে ৪৮টি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অন্যদিকে জিম্বাবুয়ে জিতেছে মাত্র ২৮টি ম্যাচে।

তবে পরিসংখ্যান যাই বলুক না কেন, ঘরের মাঠে জিম্বাবুয়ে বরাবরই শক্তিশালী। তাই সিরিজ জিততে হলে দলীয় পারফরম্যান্সের কোনো বিকল্প নেই।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top