• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে স্টোকস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২১, ১৭:৩২

ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে স্টোকস

অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে বিরতি নিচ্ছেন বেন স্টোকস। মানসিক স্বাস্থ্যের কারণেই এমন সিদ্ধান্ত নিলেন ইংলিশ এই অলরাউন্ডার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজ শুরুর ঠিক আগে বিষয়টি সামনে এলো।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট (ইসিবি) বোর্ডকে স্টোকস জানিয়েছেন, মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে এবং আঙুলের চোট থেকে পরিত্রাণ পেতে ক্রিকেট থেকে আপাতত জন্য সরে দাঁড়াতে চান।

এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসিবি। বোর্ড পরিচালক অ্যাশলে জাইলস বলেছেন, আমরা বরাবরই মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিই। ক্রিকেটারসহ সবাই যাতে ভালো থাকে তা নিশ্চিত করতে সব পদক্ষেপ করে থাকি।

করোনার মতো কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের প্রস্তুত হয়ে লাগাতার খেলা যে সমস্যা তৈরি করছে সে কথা উল্লেখ করে জাইলস বলেন, পরিবারের থেকে দূরে স্বাধীনমতো ঘোরাফেরা করতে না পারা খুবই চ্যালেঞ্জিং। গেল দেড় বছরের অভিজ্ঞতা সবার উপরই প্রভাব ফেলছে। ভবিষ্যতে যাতে স্বাভাবিক ছন্দে দেশের হয়ে বেন ক্রিকেটে ফিরতে পারেন সেজন্য তিনি যতটা সময় ক্রিকেট থেকে এখন দূরে থাকতে চান, তাঁকে তা-ই দেওয়া হবে।

ইংল্যান্ড দলের রোটেশন পদ্ধতির সাফল্য নিয়েও প্রশ্ন তুলে দিল বেন স্টোকসের সিদ্ধান্ত। দীর্ঘদিন যাতে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটারদের থাকতে না হয় সে কারণে ঘুরিয়ে-ফিরিয়ে সকলকেই ইসিবি পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ করে দিয়েছে। কিন্তু ইংল্যান্ডের ভারত সফরের পর স্টোকস আইপিএলের জৈব সুরক্ষা বলয়েও ছিলেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে স্টোকসের না থাকা ইংল্যান্ডের দেশের মাটিতে সিরিজ হারের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছিল। তার মধ্যে ভারতের বিপক্ষেও স্টোকসের না থাকা ইংল্যান্ডের সমস্যা বাড়াল।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top