ক্রিকেট থেকে অবসর নিলেন উদানা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১ আগষ্ট ২০২১, ০১:০২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন শ্রীলঙ্কার বোলিং অলরাউন্ডার ইসুরু উদানা। তবে ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন তিনি।
ঠিক কি কারণে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করছেন, সে বিষয়ে কোনো কথাই বলেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে পরিবারকে বেশি সময় দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন উদানা। কিন্তু এতেও অনেকে দ্বিমত পোষণ করছেন। অনেকে বলছেন অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে লঙ্কান ক্রিকেট বোর্ডের বাজে সম্পর্কের কারণেই অবসরে এই তারকা ক্রিকেটার।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেয়া বিবৃতিতে উদানা বলেন, ‘আমি বিশ্বাস করি, পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের জন্য জায়গা ছেড়ে দেয়ার সময় এসেছে। নিজের দেশের হয়ে খেলা এবং সেবা দিতে পারা আমার জন্য সবসময়ই অনেক বড় গর্বের জায়গা ছিল।’
সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২১ ওয়ানডে ও ৩৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইসুরু উদানা। বল হাতে দুই ফরম্যাট মিলে তার শিকার ৪৫ উইকেট আর ব্যাটিংয়ে দুই ফিফটিতে করেছেন ৪৯৩ রান।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ক্রিকেট অবসরে গেলেন উদানা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।