এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে নেপালে তামিম
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ২০:০১
নেপালের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) ক্রিকেটে অংশ নিতে নেপাল গেলেন টাইগার ওপেনের তামিম ইকবাল। শুক্রবার ভোর ৪টা ২৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে দেশ ছাড়েন তিনি।
করোনার কারণে ঢাকা টু কাঠমান্ডুর ফ্লাইট বন্ধ থাকায় কাতার হয়ে যেতে হচ্ছে তামিমকে। ইপিএলে ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন তামিম। টুর্নামেন্টে রয়েছেন শহিদ আফ্রিদি, সিকান্দার রাজা, কেসরিক উইলিয়ামস, মোহাম্মদ শেহজাদ, উপুল থারাঙ্গা, ধাম্মিকা প্রাসাদদের মতো তারকা ক্রিকেটাররা।
হাঁটুর ইনজুরি পর নেপালের এই টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন তামিম। তামিমের দল ভৈরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের প্রথম ম্যাচ রবিবার।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।