চলছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১, ১৯:২১
শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ।
বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় মিরপুর বিসিবি কার্যালয়ের বোর্ড সভাকক্ষে শুরু হয় এই ভোটগ্রহণ। বিকেল ৫টা পর্যন্ত চলবে তা। ভোটগ্রহণ শেষে আজই বেসরকারিভাবে ঘোষণা করা হবে জয়ীদের নাম। সরকারিভাবে ঘোষণা আসবে বৃহস্পতিবার।
বিসিবির পরিচালনা পরিষদে ২৫ পরিচালক থাকবেন। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আসছেন দুজন। বাকি ২৩ পদে নির্বাচন হওয়ার কথা। কিন্তু ক্যাটাগরি-১ (বিভাগ ও জেলা) থেকে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাত কাউন্সিলর। ফলে, আজ নির্বাচন হবে ১৬ পদের জন্য। তিনটি ক্যাটাগরি থেকে মোট প্রার্থী ২৩ জন। ১৭১ কাউন্সিলর থাকলেও নির্বাচনে ভোট দেবেন ১২৭ জন।
প্রিসাইডিং অফিসার এস এম কবিরুল হাসান গণমাধ্যমকে বলেছেন, ‘সব প্রস্তুতি সম্পন্ন। সব মিলিয়ে ভোট দেবেন ১২৭ জন। মোট ভোটার ১৭১ জন। বাকিরা ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না। ৫৭ জন ই-ভোট ও পোস্টাল ব্যালটে ভোট দেবেন। বাকিরা সশরীরে এসে ভোট দেবেন।’
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।