টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১
বাঘ-সিংহের লড়াইয়ে জয় হবে কার!
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ২৩:২০
আইসিসির নিয়মের পরিবর্তন ও স্কটল্যান্ডের কাছে বাংলাদেশের হার- এই দুই সমীকরণ আবার এ দুই দলকে করেছে এক। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজাহয় মুখোমুখি হতে যাচ্ছে টাইগার আর লঙ্কানরা।
একদিকে প্রথম পর্বের গ্রুপ ‘এ’র চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা অন্যদিকে গ্রুপ ‘বি’র রানার্সআপ দল হিসেবে সুপার টুয়েলভে ওঠে আসা বাংলাদেশ। বাঘ-সিংহের জমজমাট একটা লড়াই দেখার জন্য মুখিয়ে আছে ক্রিক্রেট প্রেমীরা। দুই দলের মিল খুঁজতে গিয়ে বেশকিছু ব্যাপার চোখে পড়েছে। দুটি দলেরই রয়েছে একজন কার্যকরী অলরাউন্ডার।
একদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, অন্যপাশে ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুই পাশেই রয়েছে অ্যাটাকিং পেস বোলার। লঙ্কা দলের দুই পেসার লাহিরু কুমারা ও দুষ্মন্ত চামিরা দুজনই পারে প্রতি ঘণ্টায় ১৪৫ কি.মি. বল করতে। আর বাংলার পেস অ্যাটাকে রয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। স্পিড স্টার তাসকিন আহমেদের সঙ্গে ডেথ ওভারের ইয়র্কার স্পেসালিস্ট সাইফউদ্দিন তো আছেই।
২৬ বছর পর এই মাঠে খেলবে টাইগাররা। ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন,ভর সুপার টুয়েলভের এই ম্যাচর লড়াই হবে অভিজ্ঞতা আর তারুণ্যের।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।