আইপিএল শুরু এপ্রিলে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০৪:০৮
সম্ভাব্য সূচি অনুযায়ী, ২০২২ সালের এপ্রিল মাসের ২ তারিখ মাঠে গড়াবে এবারের আইপিএল। জুনের ৪ ও ৫ তারিখ ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
করোনাভাইরাসের কারণে আইপিএলের আগের দুই মৌসুম দেশের বাইরে নিতে হয়। যদিও সবশেষ আসর ভারতে শুরু করলেও পরে স্থগিত করতে হয়। এবার অবশ্য গোটা টুর্নামেন্টই নিজেদের দেশে করার ভাবনা বিসিসিআইয়ের।
৮ দলের আইপিএল এবার বেড়ে দাঁড়াচ্ছে ১০ দলে। যেখানে বাড়ছে ম্যাচের সংখ্যা। এর আগে ৬০টি করে ম্যাচ হলেও এবার মাঠে গড়াবে ৭৪টি ম্যাচ। সব মিলিয়ে টুর্নামেন্টের দৈর্ঘ্য হবে ২ মাসের বেশি।
বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ১৫তম আইপিএল অনেক জমজমাট হবে, যেহেতু দুটো নতুন দল খেলতে যাচ্ছে। তার আগে আইপিএল মেগা অকশন হবে, দেখা যাক নতুন কম্বিনেশন কেমন হয়।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: আইপিএল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।