ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল ভারত

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ০৩:১২

 ইতিহাসের সবচেয়ে বড় জয় পেল ভারত

প্রথম ইনিংসে ১০ উইকেটের সবকটি নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন এজাজ প্যাটেল। দ্বিতীয় ইনিংসেও নিউজিল্যান্ডের ৪ উইকেট পেলেন এই বাঁ-হাতি স্পিনার।

দুই ইনিংস মিলিয়ে ২২৫ রানে ১৪ উইকেট। যা ভারতের বিপক্ষে এক টেস্টে করা সেরা বোলিংয়ের রেকর্ড। কিন্তু কিউই ব্যাটারদের ব্যর্থতায় প্যাটেলের কীর্তিধন্য মুম্বাই টেস্টে জয় পেয়েছে ভারত। মুম্বাই টেস্টে জয়ের জন্য ৫৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ১৬৭ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে নিউজিল্যান্ডকে ৩৭২ রানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত জয় পেল।

এদিকে, ইনিংস ব্যবধানের হারগুলোর বাইরে রানের হিসেবে এটিই কিউইদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বাজে হার, আর ভারতের ইতিহাসের সবচেয়ে বড় জয়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top