বিপিএল ২০২২'র প্লেয়ার্স ড্রাফট আজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০০:১১

বিপিএল ২০২২'র প্লেয়ার্স ড্রাফট আজ

আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২২'র প্লেয়ার্স ড্রাফট। সোমবার দুপুর ১২টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হবে বিপিএলের দলগুলোর খেলোয়াড় সংগ্রহের প্রক্রিয়া। তার আগে রবিবার রাতে প্রকাশ করা হলো ড্রাফটের নিয়মাবলী।

ড্রাফটের নিয়ম অনুযায়ী, প্রতি চারজন দেশি খেলোয়াড়ের পর দুইজন করে বিদেশি খেলোয়াড় দলে নিতে পারবে দলগুলো। সবমিলিয়ে তারা নিজেদের স্কোয়াডে সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ জন বিদেশি খেলোয়াড় রাখতে পারবে। এছাড়া প্লেয়ার্স ড্রাফটের বাইরে থেকে একজন করে দেশি ও তিনজন করে বিদেশি খেলোয়াড় অটো চয়েজ হিসেবে নিতে পারবে দলগুলো। এরই মধ্যে কুমিল্লায় মোস্তাফিজুর রহমান, সিলেটে তাসকিন আহমেদ, খুলনায় মুশফিকুর রহিম, চট্টগ্রামে নাসুম আহমেদ ও বরিশালে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।

সোমবার এ নিয়ম মেনেই ড্রাফটে বসবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটের টেবিলে ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষে বসতে পারবেন সর্বোচ্চ ৬ জন। এ ছয়জনই সিদ্ধান্ত নেবেন প্লেয়ার্স ড্রাফট তালিকা থেকে কোন কোন খেলোয়াড়কে দলে ভেড়াবেন তারা। পুরো ড্রাফট তদারকির দায়িত্বে ড্রাফট কমিশনার হিসেবে থাকবেন বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top