আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২২, ০১:২৮
আগেরদিন আইসিসির বর্ষসেরা টি ২০ ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মোহাম্মদ রিজওয়ান। সোমবার দিনের শুরুতে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসাবে বাবর আজমের নাম ঘোষণা করে আইসিসি। দিনশেষে সবচেয়ে বড় পুরস্কারটা গেল আরেক পাকিস্তানির ঝুলিতে।
তিন সংস্করণ মিলিয়ে ২০২১ সালের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার স্যার গ্যারি সোবার্স ট্রফি জিতলেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। সতীর্থ রিজওয়ান, ইংল্যান্ডের জো রুট ও নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসনকে হারিয়ে মাত্র ২১ বছর বয়সে প্রথম পাকিস্তানি হিসাবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শাহিন আফ্রিদি। এত কম বয়সে এই কীর্তি নেই আর কারও। গত বছর তিন সংস্করণ মিলিয়ে ৩৬ ম্যাচে ৭৮ উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি পেসার।
এর মধ্যে ছয় ওয়ানডেতে ৮ উইকেট, ২১ টি ২০তে ২৩ উইকেট ও নয় টেস্টে পেয়েছেন ৪৭ উইকেট। টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৩১ রানে তিন উইকেট নিয়ে পাকিস্তানের বহু আরাধ্য জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। শাহিনের চোখে গত বছর এটাই ছিল তার সেরা পারফরম্যান্স।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: আইসিসি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর আজম বর্ষসেরা টি ২০ ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান আইসিসির বর্ষসেরা ক্রিকেটার শাহিন আফ্রিদি shaheen afridi ICC পাকিস্তানি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।