বিশ্বব্যাপী নিষিদ্ধ রাশিয়ান-বেলারুশিয়ান স্কেটার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মার্চ ২০২২, ০২:০০

বিশ্বব্যাপী নিষিদ্ধ রাশিয়ান-বেলারুশিয়ান স্কেটার

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ও তাতে সমর্থন দেওয়ার অভিযোগে রাশিয়ান ও বেলারুশের স্কেটারদের নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়ন (আইএসইউ)। ফলে তিন সপ্তার পরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব স্কেটিং চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না রাশিয়া।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অর্থাৎ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনো আন্তর্জাতিক স্কেটিং প্রতিযোগিতায় রাশিয়া ও বেলারুশের স্কেটাররা অংশগ্রহণ করতে পারবেন না।

মঙ্গলবার (১ মার্চ) ইন্টারন্যাশনাল স্কেটিং ইউনিয়নের (আইএসইউ) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, 'ইউক্রেনে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত সকলের সাথে সংহতি' পুনর্ব্যক্ত করেছে আইএসইউ।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top