মাঠে ফেরা হবে না ওয়ার্নারের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০, ২৩:০৭

ছবি: সংগৃহীত

একের পর এক দুঃসংবাদ অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারের। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট খেলতে পারেননি ইনজুরির কারণে। তারপরে করোনায় আক্রান্ত হওয়ায় রাখা তাকে হয়নি বক্সিং ডে টেস্টেও।

এবার নতুন বছরের প্রথম ম্যাচটিতেও তার অংশগ্রহণ নিয়ে সন্দিহান টিম অস্ট্রেলিয়া। কারন নভেম্বরে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুচকির ইনজুরিতে পড়েছিলেন ওয়ার্নার। কুচকির ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও, এখনও খানিক অস্বস্তি রয়েই গেছে বাঁহাতি ড্যাশিং ওপেনারের।

কিন্তু অস্ট্রেলিয়া দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের মতে, কুচকির ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরলেও, এখনও খানিক অস্বস্তি রয়েই গেছে ওয়ার্নার। যদিও তার অনুপস্থিতিত বেশ ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। তবু ইনজুরি কাটিয়ে পুরোপুরি প্রস্তুত করেই ওয়ার্নারকে মাঠে নামানোর পক্ষে অস্ট্রেলিয়া।

ল্যাঙ্গার আরও জানান, ওয়ার্নার অনেক বেশি চেষ্টা করছে। এই ম্যাচের আগে আমরা তাকে ব্যাটিং করতে দেখেছি। শনিবার মেলবোর্নে ব্যাটিং করেছে। ব্যাটিংয়ের দিক থেকে সে রীতিমতো উড়ছে। কিন্তু কুচকির সমস্যাটা পুরোপুরি ছাড়েনি

প্রসঙ্গত, এখন চলছে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির ২য় টেস্ট। আগামী ৭ জানুয়ারি সিরিজের ৩য় টেস্টের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম ম্যাচ খেলবে এ দুই দল। সে ম্যাচে ওয়ার্নারের ফেরা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এনএফ৭১/জেএস/২০২০




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top