মধুমিতা হলে সিনেমার পরিবর্তে চালানো হবে বিশ্বকাপ ফুটবল

নিশি রহমান | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৩:৩৭

মধুমিতা সিনেমা হল

১৯৯৯ সালের ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল খেলাটি দেখিয়েছিল মধুমিতা। নওশাদ বলেন, সেবারই আমি প্রথম মধুমিতায় ওয়ার্ল্ড কাপ দেখিয়েছিলাম। মানুষের জায়গা দিতে পারিনি। এবার ফুটবল বিশ্বকাপ নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা। চেষ্টা চালাচ্ছি, কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ মধুমিতায় প্রদর্শন করবো। সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহে হয়তো প্রদর্শনের অনুমতিও পাওয়া যাবে।

গতকাল থেকে কাতারে শুরু হয়েছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২২। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পড়েছে বিশ্বকাপের প্রভাব। আগামী এক মাসে বড় কোনো তারকার সিনেমা আসবে না পেক্ষাগৃহে। বিষয়টি জানার পর ঢাকার অভিজাত সিনেমা হল ‘মধুমিতা’ এক মাসের জন্য চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করেছে। তারা এই সময়টাতে ফুটবল বিশ্বকাপ দেখাবে প্রজেক্টরে।পরিচালক-প্রযোজকরাও বিষয়টি জানেন। তাই এ সময়টাতে বড় কোনো সিনেমা মুক্তি দেন না। তবে হলের তো একটা খরচ আছে। আমাদের অনেক স্টাফ আছেন, যাদের মাসিক বেতন দিতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি, এই এক মাস বিশ্বকাপের খেলা দেখাব হলটিতে।

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top