সন্তানদের অনুরোধে আর্জেন্টিনার ২০০ ফুট পতাকা
নিশি রহমান | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৭:০৭
সন্তানদের অনুরোধে ২০০ ফুট লম্বা পতাকা বাড়ির আঙিনায় টাঙিয়েছেন গাজীপুরের মৌচাক এলাকার মাসুদ পারভেজ নামের এক ব্যক্তি।
মাসুদ পারভেজ বলেন, ‘আমার পরিবারের সবাই আর্জেন্টিনার সাপোর্টার। আমার ছেলে ও মেয়ের আবদার ছিল বড় একটি পতাকা লাগানোর। তাদের চাওয়াকেই প্রাধান্য দিয়ে ২০০ ফুট পতাকা বানিয়েছি। এছাড়াও প্রোজেক্টর লাগিয়েছি পরিবারের সবাই মিলে খেলা দেখবো এই আশায়।
তিনি আরও বলেন, ‘আমার বাসার ভাড়াটিয়ারাও আমাদের সঙ্গে খেলা দেখবে। আমরা সবাই এবারের বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো একসঙ্গে দেখে সময়টা উপভোগ করবো।’
বিশ্বকাপে ৩২ দলের খেলা হলেও আমাদের দেশের পরিসংখ্যান আর্জেন্টিনা আর ব্রাজিলের দিকেই। শিল্পনগরী গাজীপুরে মাসুদের মতো অনেকেই নিজ নিজ বাড়ির আঙিনায় নিজ নিজ পছন্দের দলের পতাকা টাঙিয়েছেন। তাদের অনেকেই ছোট পতাকা টাঙালেও অনেক বাড়ি বা প্রতিষ্ঠানে বড় পতাকা উড়তেও দেখা দেছে।
বিষয়: আর্জেন্টিনা পতাকা ২০০ ফুট পতাকা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।