সৌদিকে হারিয়েও শেষ ষোলোয় যাওয়া হল না মেক্সিকোর

নিশি রহমান | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২, ২২:১৮

স্বপ্নভঙ্গ মেক্সিকোর

কাতার বিশ্বকাপে ‌বুধবার  রাত ১টায় ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নেমেছিল মেক্সিকো। দু’দলেরই আক্রমণ-পাল্টা আক্রমণে এগোচ্ছিল ম্যাচ। কিন্তু বিরতির আগে কেউ গোল পায়নি। দ্বিতীয়ার্ধে নেমে ৪৭তম মিনিটে প্রথম গোল দেয় মেক্সিকো। তারপর আরেক গোল দিয়ে ব্যবধান বাড়ায় তারা। এদিকে সৌদি সমতায় আনতে মরিয়া। তারা পুরো ৯০ মিনিট শেষে বাড়তি সময়ে ১ গোল করে ব্যবধান কমায়। কিন্তু তাতেও রক্ষা হলো না। ২-১ গোলে জিতে গেলো মেক্সিকো।

২-১ গোলে সৌদিকে হারিয়েও শেষ ষোলোয় যাওয়া হল না দলটির। আর্জেন্টিনার পরে দ্বিতীয় দল হিসেবে প্রি-কোয়ার্টার ফাইনালে গেলো পোল্যান্ড। অন্যদিকে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারালেও পরের দুই ম্যাচ হেরে গ্রুপের একদম নীচে চলে এলো সৌদি।

সৌদি আরবকে হারানোয় মেক্সিকোর পয়েন্ট ৩ ম্যাচ খেলে ৪। অন্যদিকে পোল্যান্ডেরও পয়েন্ট ৩ ম্যাচ খেলে ৪। কিন্তু গোল পার্থক্যে পোল্যান্ড চলে গেলো শেষ ষোলোয়। স্বপ্নভঙ্গ হয় মেক্সিকোর।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top